বারবার বিমান পাঠিয়ে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে খতিয়ে দেখছে রাশিয়া!

মার্কিন বিমানমহাকাশ প্রতিরক্ষা বা অ্যারোস্পেস ডিফেন্স কমান্ডে সংক্ষেপে নোরাড’এর প্রধান বিমান বাহিনীর জেনারেল টেরেন্স জে ও শোগনি বলেছেন, রাশিয়া হয়ত আমেরিকার বিমান প্রতিরক্ষা বাহিনীর সক্ষমতা যাচাই করে দেখছে। গত দুই মাসে তিন দফা রুশ-মার্কিন বিমানের মুখোমুখি হওয়ার ঘটনার কথা উল্লেখ করে এ দাবি করেন তিনি।

পাশাপাশি এ ধরণের আচরণ নিয়ে রাশিয়াকে সতর্কও করেন তিনি। তিনি রাশিয়ার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, করোনা মহামারি চলাকালীন সময়েও মার্কিন প্রতিরক্ষা সক্ষমতা যাচাই করা মস্কোর জন্য উচিত হবে না। কোভিড-১৯’এর প্রকোপের কারণে মার্কিন প্রতিরক্ষা সমক্ষমতায় কোনও দুর্বলতা দেখা দেয় নি দাবি করে তিনি আরও বলেন, আমেরিকা মূহুর্তের মধ্যে আঘাত হানার সক্ষমতা বজায় রয়েছে।

এর আগে ভূমধ্যসাগরের আকাশ থেকে সিরিয়ার খামেইমিম ঘাঁটির দিকে মার্কিন গোয়েন্দা বিমান আসার চেষ্টা করলে রুশ এসইউ-৩৫ তা রুখে দেয়। এ ছাড়া, গত মাসে আলাস্কার আন্তর্জাতিক আকাশসীমায় রুশ নৌবাহিনীর দুই টহল বিমানের গতিরোধ করেছিল আমেরিকা। আর এ সব তৎপরতাকেই নিজেদের দৃষ্টিকোণ থেকে তুলে ধরে আমেরিকার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে রাশিয়া খতিয়ে দেখছে বলে দাবি করছে ওয়াশিংটন।পার্সটুডে