নেত্রকোনার বারহাট্টা উপজেলায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত ও ৪ জন আহত হয়েছেন।
সোমবার রাত ৭ টার দিকে নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের বারহাট্টা উপজেলার বড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৭টার দিকে বড়ি নামক স্থানে বিপরীত দিক থেকে আগত দ্রুতগামী দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তণয় সরকার (২১) নিহত হয়। গুরুতর আহত অবস্থায় মিজান মিয়াকে (২৩) বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত তণয় সরকার (২১) সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার গোপীনাথ নগর গ্রামের শ্যাম চাঁদের ছেলে। মিজান মিয়াত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার বাতকোনা গ্রামের আবদুল হেলিমের ছেলে।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে আংশকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
আজকের বাজার/লুৎফর রহমান