বিশেষ আইনের আওতায় সরকার আরও একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমতি দিতে যাচ্ছে। বিদ্যুৎকেন্দ্রটি চট্টগ্রামের শিকলবাড়িতে স্থাপিত হবে, যার উৎপাদনক্ষমতা ১১০ মেগাওয়াট।
গত বৃহস্পতিবার বিদ্যুৎকেন্দ্রটির প্রস্তাব ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটিতে পাঠিয়েছে জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়। এ কেন্দ্র থেকে সরকার ১০.৫৪ সেন্ট বা প্রায় ৮ টাকা ৪৪ পয়সা দরে বিদ্যুৎ কিনতে চায়। মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত বারাকা পাওয়ার লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান কর্ণফুলি পাওয়ার কোম্পানি লিমিটেড বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করবে।
বারাকা পাওয়ার হচ্ছে অনিবাসী বাংলাদেশীদের একটি কোম্পানি। মোট ৬০ জন এনআরবি এ কোম্পানি গঠন করে। ২০০৮ সালে কোম্পানিটি ৫১ মেগাওয়াটের একটি বিদ্যুৎকেন্দ্র দিয়ে যাত্রা শুরু করে। পরবর্তীতে কোম্পানিটির সহযোগী প্রতিষ্ঠান বারাকা পতেঙ্গা চট্টগ্রামে ৬০ মেগাওয়াটের আরও একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করে।
আজকের বাজার:এএন/এলকে/ ২১ জুন ২০১৭