বারাকার শিকলবাড়ি বিদ্যুৎকেন্দ্রের প্রস্তাব ক্রয় কমিটিতে

বিশেষ আইনের আওতায় সরকার আরও একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমতি দিতে যাচ্ছে। বিদ্যুৎকেন্দ্রটি চট্টগ্রামের শিকলবাড়িতে স্থাপিত হবে, যার উৎপাদনক্ষমতা ১১০ মেগাওয়াট।

গত বৃহস্পতিবার বিদ্যুৎকেন্দ্রটির প্রস্তাব ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটিতে পাঠিয়েছে জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়। এ কেন্দ্র থেকে সরকার ১০.৫৪ সেন্ট বা প্রায় ৮ টাকা ৪৪ পয়সা দরে বিদ্যুৎ কিনতে চায়। মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত বারাকা পাওয়ার লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান কর্ণফুলি পাওয়ার কোম্পানি লিমিটেড বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করবে।

বারাকা পাওয়ার হচ্ছে অনিবাসী বাংলাদেশীদের একটি কোম্পানি। মোট ৬০ জন এনআরবি এ কোম্পানি গঠন করে। ২০০৮ সালে কোম্পানিটি ৫১ মেগাওয়াটের একটি বিদ্যুৎকেন্দ্র দিয়ে যাত্রা শুরু করে। পরবর্তীতে কোম্পানিটির সহযোগী প্রতিষ্ঠান বারাকা পতেঙ্গা চট্টগ্রামে ৬০ মেগাওয়াটের আরও একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করে।

আজকের বাজার:এএন/এলকে/ ২১ জুন ২০১৭