বারাক ওবামা একজন সফল প্রেসিডেন্ট হলেও তিনি বর্ণবিদ্বেষ থামাতে পারেননি বলে মনে করেন যুক্তরাষ্টের সাবেক ফাস্ট লেডি মিশল ওবামা।
যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা আমেরিকাকে রক্ষায় কোন অলৌকিক প্রার্থীর প্রত্যাশা না করতে নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। অনেকেই ধারণা করছেন মিশেল ওবামা হয়তো আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন। তার এই আহ্বান সে ধারণাকে নাকচ করে দিচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। খবর এএফপি’র।
লস এঞ্জেলসে শনিবার ইউনাইটেড স্টেট অব উইমেন সামিটে ৫৪ বছর বয়সী এই সাবেক ফার্স্ট লেডিকে একজন রকস্টারের মতোই অভিনন্দিত করা হয়। এতে প্রায় পাঁচ হাজার দর্শক উপস্থিত ছিল। মিশেল বলেন ‘এটা কোন বিষয় নয় কে নির্বাচনে প্রার্থী হলো’। তিনি নারীর ক্ষমতায়নে ঘরে বাইরে কাজ করতে নারীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে অভিনেত্রী জেন ফন্ডা ও মি টু আন্দোলনের নেত্রী তারানা ব্রুক বক্তব্য রাখেন।
আরজেড/