সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বারিধারার বাসভবন ‘মায়াবি’তে পুনর্গঠিত বিকল্পধারা বাংলাদেশের প্রথম প্রেসিডিয়াম বৈঠক শুরু হয়েছে।
রোববার (২৮ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) আবদুল মান্নান, শমসের মবিন চৌধুরী, গোলাম সারোয়ার মিলন, মাহী বি চৌধুরী, আবদুর রউফ মান্নান ও অধ্যাপক আনোয়ারা বেগম উপস্থিত আছেন।
বি চৌধুরীর প্রেস সেক্রেটারি জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকল্পধারায় নতুন কে কে যোগ দেবেন, যুক্তফ্রন্ট পরিসর বাড়ানোসহ নানা বিষয়ে আলোচনা হবে।
আজকের বাজার/এমএইচ