বার্বাডোজে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব

ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) টি-২০ ক্রিকেট খেলতে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেছেন বাংলাদেশের সাকিব আল হাসান। চলমান আসরে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলবেন তিনি। আজই দলের সাথে যোগ দিয়েছেন বাংলাদেশের টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব।

দলের অন্যান্য খেলোয়াড়দের সাথে নিয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তা পোস্ট করেছেন সাকিব।
৭ খেলায় ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে রয়েছে সাকিবের বার্বাডোজ। পরের রাউন্ডে খেলতে লিগ পর্বে শেষ দু’ম্যাচেই জিততে হবে বার্বাডোজকে।

আজকের বাজার/লুৎফর রহমান