বার্ষিক প্রতিবেদন পাঠিয়েছে ম্যাকসন স্পিনিং

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ম্যাকসন স্পিনিং মিলস লিমিটেড ২০১৭-১৮ সমাপ্ত হিসাব বছরের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি জানায়, ই মেইলের মাধ্যমে বিও একাউন্টধারী শেয়ারহোল্ডারদের কাছে ২০১৭-১৮ সমাপ্ত হিসাব বছরের বার্ষিক প্রতিবেদন পাঠিয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়াও বিনিয়োগকারীদের বর্তমান ঠিকানাতেও প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে।

 

 

আজকের বাজার/ মিথিলা