পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২০১৭-১৮ সমাপ্ত বছরের বার্ষিক প্রতিবেদনের সফট কপি প্রকাশ করেছে। রিপোর্টটি সকল শেয়ারহোল্ডারদের ই-মেইলের মাধ্যমে পাঠানো হয়েছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সকল প্রাসঙ্গিক বার্ষিক নিরীক্ষিত আর্থিক বিবরণ, ব্যবস্থাপকদের আলোচনা, তথ্যের বিশ্লেষণ,সনদসহ এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে ।
এছাড়াও ৩৪ তম বার্ষিক সাধারণ সভা থেকে আসা কর্পোরেট গভর্নেন্স নির্দেশিকা ও পরিচালক শর্তাবলী সংযোজন করা হয়েছে রিপোর্টটিতে।
কোম্পানি সূত্রে আরও জানানো হয়, প্রতিবেদনটির প্রিন্টেড কপিও সদস্যগণ সংগ্রহ করতে পারবেন রেজিস্টার অফিস বা ইনভেস্টর রিলেশন ডিপার্টমেন্ট অথবা এজিএম ভ্যেনু থেকে । আর এর জন্য ২৪ ডিসেম্বরের মধ্যে লিখিত আবেদন জমা দিতে হবে।
উল্লেখ্য, প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইডেও পাওয়া যাবে ২০১৭-১৮ সমাপ্ত বছরের বার্ষিক প্রতিবেদনটি।
আজকের বাজার /মিথিলা