আলাভেসকে ২-১ গোলে হারিয়ে বার্সেলোনাকে পেছনে ফেলে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ।
প্রতিপক্ষের মাঠে শনিবার প্রথমার্ধে অবশ্য কোনো গোল পায়নি রিয়াল। গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে ৫২ মিনিট পর্যন্ত। হেডে গোল করে দলকে এগিয়ে দেন অধিনায়ক সার্জিও রামোস।
যদিও রিয়ালের এগিয়ে যাওয়ার স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৬৫ মিনিটে পেনাল্টি থেকে আলাভেসকে সমতায় ফেরান লুকাস পেরেজ।
অবশ্য তিন মিনিট পরই লিড পুনরুদ্ধার করে রিয়াল। দানি কারবাহালের করা এই গোলটাই শেষ পর্যন্ত রিয়ালকে তিন পয়েন্ট এনে দেয়।
এই জয়ে ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। রোববার অ্যাটলেটিকো মাদ্রিদকে হারালেই আবার শীর্ষে উঠে যাবে বার্সেলোনা।
আজকের বাজার/আরিফ