বার্সাকে পেছনে ফেলা যাওয়ার সুযোগ হাতছাড়া করল রিয়াল

সান্তিয়াগো বার্নাব্যুতে কাল স্বাগতিকদের মুখোমুখি হওয়ার আগে রিয়াল বেটিসের গোল হজমের পরিসংখ্যান—১১ ম্যাচে ২১ গোল। এবার লা লিগায় গোল হজমে দলটি শীর্ষস্থানীয়। এমন রক্ষণভাগের মুখোমুখি হলে যা হওয়ার ঠিক তাই ঘটেছে। আবার ঘটেওনি। খুলে বলা যাক, বেটিসের গোলপোস্ট তাক করে ২২টি শট নিয়েছে জিনেদিন জিদানের দল। কিন্তু কাজের কাজ গোলটাই করতে পারেনি।বেটিসের সাথে গোলশূন্য ড্রয়ে এককভাবে ২০১৯-২০ লা লিগা টেবিলের শীর্ষে ওঠা হল না জিনেদিন জিদানের দলের।

গোলশূন্য ড্রয়ের এ ম্যাচটি ফরোয়ার্ডদের ব্যর্থতার জন্যই বেশি করে মনে রাখবেন রিয়াল সমর্থকেরা। ২২টি শটের মধ্যে ৭টি গোলপোস্ট বরাবর রাখতে পারলেও গোল বেনজেমা,হ্যাজার্ড, ভিনিসিয়ুসরা। জয় তুলে নিতে না পারায় পয়েন্ট টেবিলে বার্সেলোনাকে পেছনে ফেলে শীর্ষস্থান দখলের সুযোগ হারাল রিয়াল। ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে জিদানের দল। তাদের সমান ম্যাচ থেকে সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে বার্সা।,

কালকের ম্যাচটি জিদানের জন্যও নতুন অভিজ্ঞতা। রিয়াল কোচ হিসেবে তাঁর দুই মেয়াদ মিলিয়ে এই প্রথমবারের মতো ঘরের মাঠে গোল শূন্য ড্র করল স্বাগতিকেরা। অবশ্য এ জন্য নিজ ফরোয়ার্ডদের পাশাপাশি বেটিস গোলরক্ষক হোয়েল রবলেসকেও দুষতে পারেন রিয়াল সমর্থকেরা। দ্বিতীয়ার্ধে ভিনিসিয়ুস ও সার্জিও রামোসের নেওয়া দুটি শট দুর্দান্তভাবে সেভ করেন রবলেস। প্রথমার্ধে হ্যাজার্ড গোল পেলেও তা অফসাইডের কারণে বাতিল করে দেন রেফারি। প্রথমার্ধে দুর্দান্ত খেলেছেন বেলজিয়ান তারকা।