সেলতা ভিগোর বিপক্ষে ড্র’য়ের মাধ্যমে টানা চল্লিশ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড করল বার্সেলোনা।
হাড্ডাহাড্ডি লড়াই শেষে লা লিগার ম্যাচে সেলতা ভিগোর মাঠ থেকে ২-২ গোলের ড্র নিয়ে ফিরেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।
সেভিয়ার বিপক্ষে ফাইনালের কথা মাথায় রেখে লিওনেল মেসি আর লুইস সুয়ারেজকে সাইডলাইনে রাখা হয়। বিশ্রাম দেয়া হয়ে জেরার্ড পিকে আর আন্দ্রেস ইনিয়েস্তাকে। এই সুযোগটা ভালোই কাজে লাগিয়েছে সেলতা ভিগো।
অবশ্য উসমান ডেম্বেলের গোলে শুরুতেই এগিয়ে যায় বার্সা। কিন্তু বিরতির আগ মুহূর্তে গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান জনি ক্যাস্ত্রো। ৬৪ মিনিটে পাকো আলকেসারের গোলে আবারো লিড নেয় কাতালানরা। কিন্তু শেষ পর্যন্ত আর ম্যাচটা জেতা হয়নি তাদের। শেষ দিকে সেলতা ভিগোকে সমতায় ফিরিয়েছেন লাগলো আসপাস।
এই ম্যাচে জয়ের দেখা না পেলেও নতুন রেকর্ড করে বার্সেলোনা।
আজকের বাজার/আরজেড