বার্সার সঙ্গে ‘বিবাদের ইতি’ টানতে চান মেসি

বার্সেলোনা ছাড়া নিয়ে যাকিছু ঘটেছে তার সবকিছুর ‘সমাপ্তি ঘটিয়ে’ সবাইকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি।

স্প্যানিশ দৈনিক স্পোর্তের সঙ্গে সাক্ষাৎকারে মহাতারকা লিওনেল মেসি বলেন ওই সময় যা কিছু করেছেন কিংবা বলেছেন সেটা বার্সেলোনার ভালোর জন্যই করেছেন এবং বলেছেন। মঙ্গলবার তার সাক্ষাৎকারের আংশ বিশেষ প্রকাশিত হয়েছে।

মেসি বলেন, ‘এতদিন যা কিছু ঘটেছে সে সব কিছুতে আমি ইতি টানতে চাই। আমি বার্সার সকল নিবন্ধিত সদস্য ও সমর্থকদের একটা বার্তা দিতে চেয়েছিলাম। যদি এক মুহূর্তের জন্যও তাদের কেউ আমার কোন কথায় বা কাজে বিরক্তবোধ করে থাকেন, তাহলে নিঃসন্দেহে এটা ভেবে নেবেন, যা কিছুই আমি করেছি, তা সব সময় ক্লাবের সর্বোচ্চ স্বার্থের ভাবনা মাথা রেখেই করেছি।’

মেসি বলেন. ‘আমি এতদিন যা কিছু বলেছি এবং করেছি তার সম্পূর্ণ দায়ভার আমি নিচ্ছি। আর আমার সকল ভুল আমি স্বীকার করে নিচ্ছি। আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে সেটা বার্সেলোনার জন্যই করেছি। আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে এবং মনে রাখতে হবে সেরাটা এখনো বাকী।’

গত শুক্রবার সুয়ারেজের বিদায়ের ঘটনা নিয়ে সমালোচনা করে মেসি বলেছিলেন,‘ এখন কোন কিছুই আর আমাকে বিষ্মিত করেনা।’ এখন ঐক্যের ডাক দেয়া মেসি বলেন,‘ রোমাঞ্চ আর প্রেরণার সঙ্গে একাগ্রতা যোগ হলেই শুধু আমরা লক্ষ্য অর্জন করতে পারব। সব সময় আমাদের এককাবদ্ধ হয়ে থাকতে হবে, একই দিকে এগিয়ে যেতে হবে।’