অ্যাটলেটিকো মাদ্রিদ তারকা অ্যান্তোয়াইন গ্রিজম্যান বার্সায় যেতে পারেন এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই চলছে। তার বার্সায় যাওয়ার সম্ভাব্য সময় সামনের দলবদলের মৌসুম।
লিওনেল মেসি মনে করেন গ্রিজম্যান বার্সাকে একটি নতুন মাত্রা এনে দিতে পারবেন। কাতালান দৈনিক মুন্দো দেপোর্তিভোকে মেসি সংবাদ সম্মেলনে বলেন, গ্রিজম্যান বার্সায় আসবে ‘এটা এখনো ১০০% নিশ্চিত নয়। কিন্তু আমাদের যতো ভালো মানের খেলোয়াড় থাকবে আমরা ততো ভালো দল হবো।’
মেসি আরো বলেন, আমরা পৃথিবীর সেরা দল হতে চাই এবং সেজন্য আমরা সেরা খেলোয়াড়দের খুঁজছি আর গ্রিজম্যানের মত খেলোয়ার বার্সায় যোগ দিলে পৃথিবীর সেরা দল হয়ে সম্ভব।
গ্রিজম্যান বার্সায় এলে তার সঙ্গে বোঝাপড়া কেমন হবে এমন প্রশ্নের জবাবে মেসি বলেন, ‘সে (গ্রিজম্যান) দারুণ একজন খেলোয়াড় এবং আমরা একে অপরকে বুঝতে পারবো। এখন সে তার ক্যারিয়ারের সেরা সময় পার করছে।’
আজকের বাজার/আরআইএস