স্প্যানিশ ফুটবল লিগ লা লিগার আপীলের প্রেক্ষিতে বার্সেলোনা বনাম সেভিয়া ও ভিয়ারিয়াল বনাম আলাভেসের মধ্যকার শনিবার অনুষ্ঠিতব্য ম্যাচ দুটো স্থগিত করেছেন স্পেনের হাই কাউন্সিল ফর স্পোর্টস (সিএসডি)।
করোনা মহামারীর কারনে চজলতি বছর দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সূচী বর্ধিত করায় লিগের পক্ষ থেকে স্প্যানিশ ফুটবল এসোসিয়েশনকে ঐ ম্যাচ দুটো কয়েকদিন পিছিয়ে দেবার অনুরোধ জানানো হয়। এর ফলে বেশ কিছু খেলোয়াড়কে লা লিগার ম্যাচের ২৪ ঘন্টার আগে আর ক্লাবে ফেরত আসার জন্য সমস্যায় পড়তে হলোনা।
মঙ্গলবার থেকে বার্সেলোনা ও ভিয়ারিয়াল চ্যাম্পিয়ন্স লিগের লড়াই শুরু করবে। এ কারনে এই দুটি দলের শনিবার ঘরোয়া লিগের ম্যাচ খেলার কথা ছিল। এর আগে অবশ্য স্প্যানিশ ফেডারেশন লা লিগা কর্তৃপক্ষ অনুরোধ নাকচ করে দিয়েছিল। যে কারনে ম্যাচদুটি বাতিলের জন্য লিগকে সিএসডির দ্বারস্থ হতে হয়।