মাঠে নামার আগে করোনা টেস্টে অংশ নিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার ফুটবলাররা। সেখানে পুরো স্কোয়াড করোনায় নেগেটিভ এসেছে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
দলে কোনো করোনা আক্রান্ত না থাকায় পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার থেকেই অনুশীলন শুরু করতে পারবেন মেসি-সুয়ারেজরা।
বুধবার হুয়ান গাম্পার অনুশীলন কমপ্লেক্সে হাজির হন বার্সা স্কোয়াড। সেখানেই তাদের করোনা টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষায় সবার ফল নেগেটিভ আসে এবং মাঠে ফেরার জন্য সবাই সবুজ সংকেত পান বলে জানিয়েছেন কাতালান রেডিও স্টেশন আরএসি-১।
দলের সবাই পরীক্ষায় অংশ নিলেও এখনো বাকি আছেন দলের ফরোয়ার ওসমানে দেম্বেলের। দীর্ঘদিনের ইনজুরির কারণে এখনো তিনি ক্লাবের সুযোগ-সুবিধা থেকে দূরে আছেন।