দেশের সকল আইনজীবীদের নিবন্ধন ও নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ‘বাংলাদেশ বার কাউন্সিল’-এর নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।
সোমবার (১৪ মে) সকাল ১০টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকাল ৫টা পর্যন্ত।
বার কাউন্সিল সূত্রে জানা যায়, দুইদিনব্যাপী সারাদেশে ৭৮টি কেন্দ্রের ১৫৭টি বুথে একযোগে এই ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার বিকেল ৫ প্রর্যন্ত ভোট গ্রহণ চলবে। ভোট গণনা শেষে মঙ্গলবার রাতে ফল ঘোষণা করা হবে।
এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ৪৩ হাজার ৭১৩ জন। তবে সম্পূরক তালিকা থেকে আরও কিছু ভোটার বাড়বে। সে হিসেবে ভোটার সংখ্যা প্রায় ৪৪ হাজার।
ভোট দেয়ার সময় আইনজীবীদের জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের ফটোকপি দেখাতে হবে। এ ভোটের মাধ্যমে সারাদেশের আইনজীবীরা তিন বছরের জন্য তাদের প্রতিনিধি নির্বাচন করবেন।
বর্তমানে বার কাউন্সিলের ১৪ সদস্যের নির্বাহী কমিটিতে নেতৃত্ব দিচ্ছেন সরকার সমর্থক আইনজীবীরা। কমিটিতে ১০জনই সরকার সমর্থক। বিএনপি সমর্থক আইনজীবীর সংখ্যা ৪ জন।
বার কাউন্সিল নির্বাচনে ১৪ সদদ্যের মধ্যে সাধারণ আসনে সাতজন এবং দেশের সাতটি অঞ্চলের স্থানীয় আইনজীবী সমিতির সদস্যদের মধ্য থেকে একজন করে আরও সাতজন নির্বাচিত হয়ে থাকেন। অ্যাটর্নি জেনারেল পদাধিকারবলে বার কাউন্সিলের চেয়ারম্যান।
আজকের বাজার/ এমএইচ