জেল জরিমানার বিধান রেখে বালাই নাশক আইন ২০১৭ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, আগে ১৯৭১ সালের অধ্যাদেশ বলে বালাইনাশক উৎপাদনের নিয়ন্ত্রণ চলছিল। এটাকে পরিমার্জন করে বাংলায় আনা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, রেজিস্ট্রার্ড ব্র্যান্ডের কোনো বালাইনাশক বিক্রি বা বিক্রির জন্য উন্মুক্ত, মজুদ বা বিজ্ঞাপন দিলে যার ট্যাগ, লেবেল বা প্যাকেজ চিহ্নিত ব্র্যান্ডের প্রকৃতি, উপাদান বা গুণাগুণ যুক্ত না হলে এবং বিজ্ঞাপনে বালাইনাশক মিথ্যাভাবে উপস্থাপন করলে অপরাধ হিসেবে গণ্য হবে।
তিনি বলেন, নতুন আইন অনুযায়ী, বালাই নাশক পণ্যে লেবেলের সঙ্গে পণ্যের পার্থক্য হলে ১ লাখ টাকা জরিমানা এবং কমপক্ষে ১ বছরের কারাদণ্ড পাবেন। দ্বিতীয়বার এমনটা হলে ২ লাখ টাকা জরিমানা এবং কমপক্ষে ২ বছরের কারাদণ্ড পাবেন।
এছাড়া উৎপাদনকারী মিথ্যা তথ্য দিলে ৫০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে বলে জানান সচিব।
মোহাম্মদ শফিউল আলম বলেন, বালাইনাশকের নিবন্ধন নম্বরের অননুমোদিত ব্যবহার, বালাইনাশকের মান কমানো, পরিদর্শককে কর্তব্য পালনে বাধা দেয়া ও নিবন্ধনের সময় মিথ্যা তথ্য দিলে ৭৫ হাজার টাকা থেকে এক লাখ টাকা জরিমানা বা এক বছর থেকে ২ বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন।
তবে পরিদর্শক বা উদ্ভিদ সংরক্ষণের দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তার লিখিত অভিযোগ ছাড়া এ আইনের অধীনে আদালত কোনো মামলা করা যাবে না বলেও জানান তিনি।
এদিকে মন্ত্রিসভার শুরুতে জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শিলা ইসলামের মৃত্যুতে শোক প্রস্তাব পাস করা হয়।
আজকের বাজার: সালি / ৩০ অক্টোবর ২০১৭