ইন্দোনেশিয়ার বালি দ্বীপে অনুষ্ঠেয় জি২০ শীর্ষ সম্মেলনের প্রস্ততি সম্পন্ন করেছে দেশটি।বিদেশী প্রতিনিধিদের অর্ভ্যত্থনা জানাতেও প্রস্তুত ইন্দোনেশিয়া
দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো মঙ্গলবার এ কথা বলেন।
প্রেসিডেন্টের উদ্ধৃতি দিয়ে আনতারা বার্তা সংস্থা জানিয়েছে, ‘আজ সকালে আমি ভেন্যুর ছোটখাট দিকগুলোও পরিদর্শন করেছি। আমরা সবকিছুই দেখেছি। এখন আমরা জি২০ সম্মেলনের অতিথিদের অর্ভ্যত্থনা জানাতে প্রস্তুত’।
বালি দ্বীপে ১৫ ও ১৬ নভেম্বর জি২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। তার প্রস্তুতির অগ্রগতি দেখতে উইদোদো মঙ্গলবার ভেন্যু পরিদর্শন করেন।
ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ পর্যন্ত ১৭টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের শীর্ষ সম্মেলনে অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে।