রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নে বজ্রপাতে লোকমান শেখ (৩৫) নামে এক কৃষকের মৃত্যু ঘটে।লোকমান শেখ নবাবপুর ইউনিয়নের বনগ্রামের জিন্দার আলী শেখ ছেলে।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ইউনিয়নের বনগ্রামে এ ঘটনা ঘটে।
নবাবপুর ইউনিয়নের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন , সকালে দুই ভাই মরিচ খেতে ঘাস কাটতে যায়। ওই সময় বৃষ্টি শুরু হলে লোকমান শেখের বড় ভাই বাড়িতে চলে গেলেও তিনি ঘাস কাটতে থাকেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে লোকমান ঘটনাস্থলেই মারা যায়।
আজকের বাজার/আরআইএস