মিয়ানমারে থেকে নতুন করে আসা রোহিঙ্গাদের কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালিতে থাকার ব্যবস্থা করছে জেলা প্রশাসন। সেখানে বনবিভাগের ৫০ একর জমিতে গত বছর থেকে আশ্রয় নেওয়া কয়েক হাজার রোহিঙ্গাদের সঙ্গে নতুন করে যারা আসছেন তারাও সেখানে আশ্রয় পাবেন।
৫ মেপ্টেম্বর মঙ্গলবার কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদ সাংবাদিকদের বলেন, গতবছর অক্টোবরে রাখাইনে সহিংসতার পর রোহিঙ্গা অনুপ্রবেশ শুরু হলে উখিয়ার বালুখালিতে বনবিভাগের ওই জমি বরাদ্দ দেওয়া হয় কয়েক মাস আগে। নতুন করে যারা আসছে, তাদেরও সেখানে আশ্রয়ের ব্যবস্থা করা হবে।
খালেদ মাহমুদ বলেন, সেখানে থাকলে কাউকে বাধা দেওয়া হবে না।তবে অন্য কোথায়ও থাকলে তাদের উচ্ছেদ করা হবে।
উল্লেখ, গত ২৪ আগস্ট রাতে মিয়ানমারের রাখাইন রাজ্যে ২৪টি পুলিশ পোস্টে ‘বিছিন্নতাবাদী রোহিঙ্গাদের’ হামলায় বেশ কয়েকজন নিহত হয়। এ হামলার জন্য স্থানীয় আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মিকে (এআরএসএ-আরসা) দায়ী করে অভিযান শুরু করে মিয়ানমারের সরকার। এরপরেই মিয়ানমারে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ে।
জাতিসংঘ বলছে, ২৫ আগস্ট থেকে গত ১০ দিনে কমপক্ষে ১ লাখ ২৩ হাজার রোহিঙ্গা বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
আজকের বাজার:এলকে/এলকে/৫ সেপ্টেম্বর ২০১৭