পদ্মায় স্পিডবোট ডুবে এই পর্যন্ত ১৮ জন নিহত হবার খবর পাওয়া গেছে।
সোমবার মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ফেরিঘাট এলাকায় বালুবাহী বাল্কহেডের সাথে সংঘর্ষে স্পিডবোটটি ডুবে যায়।
কাঁঠালবাড়ি নৌ পুলিশের ইনচার্জ আব্দুর রাজ্জাক ইউএনবিকে জানান, ডুবে যাওয়া স্পিডবোটটি ২২ জন যাত্রী নিয়ে বাংলাবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। সকাল ৭টার দিকে বালুবাহী বাল্কহেডের সাথে সংঘর্ষে স্পিডবোটটি ডুবে যায়।
ঘটনার খবর পেয়েই স্থানীয় ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ উদ্ধার অভিযান শুরু করে।
রাজ্জাক আরও জানান, এ ঘটনায় আহত চারজনকে স্থানীল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।