বাল্যবিয়ে প্রতিরোধ ও সচেতনতার লক্ষে শেরপুরের শ্রীবরদীতে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২২ ডিসেম্বর বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সের সেমিনার কক্ষে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, মো, আনোয়ার হোসেন। তিনি কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্যে তুলে ধরেন বাল্যবিয়ে ও অপ্রাপ্ত বয়সে গর্ভবতী হওয়ার ঝুঁকিসহ বিস্তারিত। কর্মশালায় ফ্যাসিলেটর হিসেবে বক্তব্য দেন এমওডিসি ডা, জুলফিকার সাইফ।
উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো. মোজাম্মেল হকের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য দেন ডা. আমির হোসেন, ডা, অমিও জ্যোতি সাইফুল, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর একেএম মাসুদুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদের, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্রাহ ছালেহ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো, লিয়াকত হোসেন লিটন, অ্যাডভোকেট মো, রেজুয়ানউল্লাহ, ক্যাথলিক পুরোহিত গোপাল চন্দ্র মজুমদার, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার অর্চনা ক্লাউডিয়া রোজারিও, অবসরপ্রাপ্ত শিক্ষক নিলুফা ইয়াসমিন, শিক্ষক সুফিয়া আইরিন, কাজী মো. আবু তাহের, সংরক্ষিত কাউন্সিলর জোস্না বেগম, মোহনা টিভির শেরপুর জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল, আজকের পত্রিকার প্রতিনিধি ফরিদ আহমেদ রুবের প্রমুখ। বক্তারা বাল্য বিয়ে ও অপ্রাপ্ত বয়সে গর্ভবর্তীর কুফলসহ প্রতিরোধের নানা দিক তুলে ধরেন।
রীতেশ কর্মকার, শেরপুর