বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলা

রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় অজ্ঞাত বাস চালক ও হেলপারকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (৩০ জুলাই) রাতে ক্যান্টনমেন্ট থানায় নিহত শিক্ষার্থী দিয়া খানম ওরফে মিমের বাবা জাহাঙ্গীর আলম মামলাটি দায়ের করেন।

ক্যান্টনমেন্ট থানার ওসি কাজী শাহান হক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় চালক ও হেলপার এখনো গ্রেফতার হয়নি। তবে তাদের খোঁজা হচ্ছে। জাবালে নুর পরিবহনের বাসটি থানায় আটক রয়েছে।

গতকাল রোববার দুপুরে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলের সামনে বাসচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়। নিহতরা হলেন রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম ও একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম। এ ঘটনায় আরো ১০ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়। শিক্ষার্থী নিহতের খবর কলেজে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বেশ কয়েকটি বাস ভাঙচুর করে। এ সময় শিক্ষার্থীরা রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয়।

আজকের বাজার/এমএইচ