রাজধানীতে ২ বাসের রেষারেষিতে তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজীব হোসেনের চিকিৎসার খরচ বিআরটিসি ও স্বজন পরিবহনকে বহন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে রাজীবকে কেনো ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন আদালত
এদিকে রাজিবের অবস্থা এখনো সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। আর এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে বেপরোয়া যান চালনা বন্ধ ও অদক্ষ চালকদের আইনের আওতায় আনায় তাগিদ দিলেন বিশেষজ্ঞরা।
রাজধানীর কাওরানবাজারে ২ বাসের রেষারেষিতে আটকে যায় তিতুমীর কলেজের স্নাতকের ছাত্র রাজীব হোসেনের ডান হাত। দুই বাসের চাপে বিচ্ছিন্ন হয়ে যায় রাজিবের হাতটি। গণমাধ্যমে এমন ঘটনা প্রকাশিত হলে ক্ষতিপূরণ চেয়ে জনস্বার্থে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী।
নড়েচড়ে বসে উচ্চ আদালত।ঘাতক ২ বাস মালিককে আদেশ দেন রাজীবের চিকিৎসা ব্যয় বহন করার।একই সঙ্গে রাজীবকে কেন এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবেনা তাও জানতে চেয়েছেন আদালত। এদিকে রাজধানীর শমরিতা হাসপাতালে ভর্তি রাজিবের চিকিৎসকরা জানান, অনেক রক্তরক্ষণ হওয়ায় তার অবস্থা সংকটাপন্ন।
বুধবারের হাইকোর্টের আদেশে,যাত্রীদের নিরপত্তা নিশ্চিতে বিদ্যমান আইন কেন কঠোরভাবে প্রয়োগ করা হবে না জানতে চাওয়া হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, বেপরোয়া এবং অদক্ষ চালকদের চালকে শাস্তির আওতায় আনা গেলে কমবে এমন দুর্ঘটনা।
এদিকে এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা জানায় পুলিশ। রাজিবের হাত হারানোর ঘটনায় আটক করা হয়েছে বিআরটিসি ও স্বজন পরিবহনের দুই চালককে আট করা হয়েছে। জব্দ করা হয়েছে দুই বাসকে।
এস/