বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা সম্পাদক (এমই) শাহরিয়ার শহীদ রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর ১টা ৫০ মিনিটে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ….রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, একমাত্র পুত্র এবং আত্মীয়-স্বজন অসংখ্য বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার পিতা প্রখ্যাত সাংবাদিক ও অধুনালুপ্ত ইংরেজি দৈনিক বাংলাদেশ টাইমস’র সম্পাদক মরহুম একেএম শহিদুল হক।
হৃদরোগে আক্রান্ত হয়ে শাহরিয়ার শহীদ গত ১৪ নভেম্বর নগরীর এ্যাপোলো হাসপাতালে ভর্তি হন এবং করনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
তাঁর মরদেহ ১৯ নভেম্বর পর্যন্ত এ্যাপোলো হাসপাতালের হিমাগারে রাখা হবে। কানাডা থেকে দুই বোন দেশে ফেরার পর তাঁর দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
আজকের বাজার/এমএইচ