বাসা বাড়িতে মেডিকেল সামগ্রী অক্সিজেন সিলিন্ডার কিনে বিপদ ডেকে না আনার পরার্মশ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা।
আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনের শুরুতেই এ পরামর্শ দেন তিনি।
ডা. নাসিমা সুলতানা বলেন, আমরা যেন নিজের বিপদ নিজে ডেকে না আনি। অক্সিজেন সিলিন্ডার দক্ষ চিকিৎসক এবং দক্ষ টেকনোলজিস্ট ব্যতীত ব্যবহার না করি এবং অক্সিজেন সিরিন্ডার মজুত করা থেকে বিরত থাকি।
তিনি বলেন, এটি একটি কারিগরি বিষয়। এটি কিনে মজুদ করবেন না। বাজারে কৃত্রিম সংকট তৈরি করবে, হাসপাতালে কত প্রতি মিনিটে কত লিটার অক্সিজেন যাবে এটা চিকিৎসক নির্ধারণ করে দেয়।
নাসিমা সুলতানা বলেন, অক্সিজেন সিলিন্ডার মজুত করে রাখার কারণে আপনার নিকট কোনো আত্মীয়স্বজন হয়ত হাসপাতালে অক্সিজেন সংকটে ভুগতে পারে। এবং তার বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ মেডিকেলের জিনিসপত্র অযথাই বাসায় মজুত করবেন না।