গতকাল হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এখন তিনি সুস্থ হয়েছেন। ফিরেছেন বাসায়।
শুক্রবার (৬ জুলাই) সকালে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বৃহস্পতিবার (৫ জুলাই) সকাল ৮টার দিকে অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম। পরে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হওয়ায় শুক্রবার সকালেই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ায় তিনি বাসায় ফেরেন।
বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছিলেন, দলের মহাসচিব কিছুটা অসুস্থ বোধ করছিলেন। চেকআপের জন্য তাকে ইউনাউটেড হাসপাতালে নেওয়া হয়েছে। ফখরুল ইসলাম হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মমিন-উজ-জামানের তত্ত্বাবধায়নে চিকিৎসা নেন।
শায়রুল কবির জানান, মির্জা ফখরুলের ছোট চাচা মির্জা মিজানুর রহমান পিংকু গত বুধবার (৪ জুলাই) ব্যাংককের একটি হাসপাতালে মারা যান।
বৃহস্পতিবার সকালে ইস্কাটনে জানাজা শেষে তার মরদেহ ঠাকুরগাও নিয়ে যাওয়া হয়। সকালে ওই জানাজায় অংশ নেওয়ার পরপরই বিএনপি মহাসচিব অসুস্থ বোধ করেন। পরে তাকে সকাল ৮টার দিকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।
আরএম/