চীনের উহান প্রদেশ থেকে মহামারি করোনা ভাইরাসের উৎপওি হয়ে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে আর তা থেকে রক্ষা পেতে অনেক প্রচেষ্টা চলছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বাসায় অবস্থান করে কাজ করার নির্দেশ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে, গুরুত্বপূর্ণ দাপ্তরিক ও বিভিন্ন জরুরি সেবামূলক কাজে সীমিত সংখ্যক কর্মকর্তা ও কর্মচারীদের অফিস করতে বলা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এ তথ্য জানায়।
তবে যে কোন বিশেষ প্রয়োজনে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মস্থলে উপস্থিত হয়ে দায়িত্ব পালন করতে বলা হবে। জরুরি প্রয়োজন ছাড়া বহিরাগত কাউকে ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান না করার জন্যও অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয়।
আজকের বাজার/শারমিন আক্তার