বাসা থেকে তুলে নিয়ে মিঠুন চাকমা নামে ইউপিডিএফের এক কেন্দ্রীয় সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
খাগড়াছড়ি সদর উপজেলার স্লুইচ গেইট এলাকায় বুধবার (৩ জানুয়ারি) বেলা ১২টার দিকে তাকে গুলি করা হয়।
স্থানীয়রা উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ওসি তারেক মাহমুদ আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিক কোন তথ্য জানাতে পারেননি তিনি। পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে বলে জানান তিনি।
এদিকে হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা দেখা দেয়ায় পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে।
ইউপিডিএফের তথ্য ও প্রচার সম্পাদক বিজন চাকমা বলেন, সকালে তাকে তার অপর্ণা চৌধুরীপাড়ার বাসা থেকে অপহরণ করে নিয়ে গুলি করে হত্যা করা হয়। তবে কে বা করা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।
খাগড়াছড়িতে সম্প্রতি বেশ কয়েকটি খুনের ঘটনা ঘটেছে। নতুন করে এ হত্যাকাণ্ডের ঘটনায় ফের এ এলাকা উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশংকা করছেন সংশ্লিষ্টরা।
আজকের বাজার: ওএফ/২ জানুয়ারি ২০১৮