ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে কর্মরত নার্স ঝুমুর আক্তার রাখি (৩২) এবার যাত্রীবাহী বাসের চাপায় পা হারালেন।
শনিবার (১৪ জুলাই) রাত ৮টার দিকে রাজধানীর গুলিস্তানে এ ঘটনা ঘটে।
আহত রাখি শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে থাকেন।
গুলিস্তান আহাদ পুলিশ বক্সের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু রাশেদ জানান, ডিউটি শেষে বাসায় ফিরছিলেন নার্স রাখি। গুলিস্তান মোড়ে হেঁটে রাস্তা পার হওয়ার সময় দয়াগঞ্জ থেকে মোহাম্মদপুরগামী মালঞ্চ পরিবহনের একটি বাসের চাকার নিচে পিষ্ট হয় ঝুমুরের ডান পায়ের গোড়ালি থেকে পাতা থেঁতলে যায়। সঙ্গে সঙ্গেই তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মেয়ের দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন মা তাছলিমা আক্তার।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বলেন, দুর্ঘটনায় নার্স ঝুমুরের ডান পায়ের গোড়ালি থেকে পাতা পর্যন্ত পুরোপুরি থেঁতলে গেছে। ঘাতক বাসটি চালকসহ আটক করা হয়েছে।
আরএম/