চীনের মধ্যাঞ্চলে একটি পর্যটন বাসে আগুন ধরে গেলে ২৬ জনের মৃত্যু ও অপর ৩০ জন আহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা একথা জানিয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শুক্রবার হুনান প্রদেশে এই দুর্ঘটনায় বাসটি বিস্ফোরিত হয়। এতে ৫৩ যাত্রীসহ মোট ৫৬ আরোহী ছিল। খবর এএফপি’র।
যাত্রী ছাড়াও বাসটিতে দু’জন চালক ও একজন ট্যুর গাইড ছিল।
আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।
চাংডে নগরীর সামাজিক যোগাযোগ মাধ্যম একাউন্ট উইবোতে এক বিবৃতিতে জানায়, উইবো দুই চালককে আটক করা হয়েছে। এই এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
চীনে প্রায়ই ভয়াবহ গাড়ি দুর্ঘটনা ঘটে। ২০১৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রায় ৫৮ হাজার লোক প্রাণ হারায়।