বাস্তবসম্মত রোডম্যাপ দিয়েছে নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত রোডম্যাপকে বাস্তবসম্মত দাবি করে তা গ্রহণ এবং নির্বাচনে অংশ নিতে সব দলের প্রস্তুতি নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

১৬ জুলাই রোববার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি। বিএনপির সহায়ক সরকারের দাবি প্রসঙ্গে তোফায়েল আহমেদ বলেন, কারো অযৌক্তিক ও অসাংবিধানিক দাবি মেনে নেওয়া হবে না। বর্তমান সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে।

তিনি বলেন, যদি কেউ সংবিধান পরিপন্থি প্রস্তাব করে সেটা গ্রহণযোগ্য হবে না। নির্বাচনকালে সহায়ক সরকার না হলে বিএনপি নির্বাচন করবে কি না- সেটা তাদের ব্যাপার। ২০১৪ সালে তারা নির্বচনের অংশগ্রহণ করেনি। তারপরও আমরা আমাদের ৫ বছর পূর্ণ করতে যাচ্ছি। তবে আশা করি, নির্বচনে না আসার মতো ভুল বিএনপি আর করবে না।

বাণিজ্যমন্ত্রী বলেন, পৃথিবীর ইতিহাসে নির্বাচনকালীন সহায়ক সরকার বলে কোনো শব্দ নেই। কোনো দেশের সংবিধানেও নেই; বাংলাদেশের সংবিধানেও নেই। ক্ষমতাসীন দলের অধীনেই নির্বাচনের কথা বাংলাদেশের সংবিধানে আছে। নির্বচন অনুষ্ঠানের দায়িত্ব পালন করবে নির্বচন কমিশন। ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডাসহ সব দেশেই এমনটি হয়।

আজকের বাজার:এলকে/ এলকে/ ১৬ জুলাই ২০১৭