তখন প্রায় ভোর তিনটা ওই সময় হটাৎ করে ঐশ্বর্য রাই বচ্চনের ম্যানেজার অর্চনা সদানন্দের লেহঙ্গায় আগুন ধরে যায়। পরিস্থিতি হাতের বাইরে যাতে না যায়, সেই কারণে মাঠে নামেন শাহরুখ খান।
ঐশ্বর্য রাই বচ্চনের ম্যানেজার অর্চনা সদানন্দের গায়ে নিজের জ্যাকেট খুলে তা পরিয়ে দেন কিং খান। শাহরুখের কারনে বিপদ থেকে রক্ষা পান অর্চনা। কিন্তু তাঁর ডান হাত এবং পায়ের বেশ কিছুটা অংশ পুড়ে যায়। ওই ঘটনার পর সঙ্গে সঙ্গে অর্চনাকে মুম্বইয়ের নানবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
বচ্চনদের দীপাবলি পার্টিতে আগুন লাগার ঘটনায় শুধু অর্চনা সদানন্দই নন, হাতের বেশ কিছুটা অংশ পুড়ে যায় শাহরুখ খানেরও। তবে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়নি। নানাবতী হাসপাতালে অর্চনাকে ভর্তি করার পর স্ত্রী গৌরী খানের সঙ্গে বাড়িতে ফিরে যান শাহরুখ খান। তবে তিনি নিয়মিতবাবে অর্চনার খোঁজ নিচ্ছেন চিকিৎসকদের কাছ থেকে।
আজকের বাজার/লুৎফর রহমান