সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার র্যাব-১২ এর প্রধান কার্যালয়ের সামনে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন। নিহত কাভার্ডভ্যানের চালক মং ওয়াইচিং মারমা (৩৫) রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার সীতাপাহাড় এলাকার হ্লাচাইপ্রূ মারমার ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এর প্রধান কার্যালয়ের সামনে রাজশাহীগামী যাত্রীবাহী বাসের সাথে ঢাকাগামী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে কাভার্ডভ্যানের চালক মং ওয়াইচিং ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় আরও পাঁচ জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। ওসি জানান, নিহতের লাশ থানা হেফাজতে ও আহতদের হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। খবর-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান