মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের ধুলন্ডী এলাকায় বুধবার দিবাগত রাত ১২টায় খুলনাগামী একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত ও ১৫ যাত্রী আহত হয়েছে।
নিহত ব্যক্তি দুর্ঘটনাকবলিত বাস গ্রীণলাইন পরিবহনের হেলপার বলে জানা গেছে। তবে তার নাম জানা যায়নি।
আহতদের মধ্যে ১২জনকে মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাইওয়ে পুলিশের ওসি ইয়ামিন উদদৌলা জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে ঘিওর উপজেলার ধুলন্ডী এলাকায় খুলনাগামী গ্রীনলাইন পরিবহনের একটি বাস অন্য একটি বাসকে অতিক্রম করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার মারা যায়। আহত হয় বাসের ১৫ যাত্রী।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করেছে। চিকিৎসাধীন গুরুতর আরিফ (৪০) ও মনির হোসেনকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে রাখা পাঠানো হয়।