মেক্সিকোর মধ্যাঞ্চলীয় গুয়ানাজুয়াতো রাজ্যে রোববার একটি বাস খাদে পড়ে যাওয়ায় কমপক্ষে আটজন নিহত ও ৪৮ জন আহত হয়েছে। খবর সিনহুয়ার।
এক বিবৃতিতে নগরীর কর্তৃপক্ষ জানায়, লিকনে এ বাস দুর্ঘটনা ঘটে। তারা জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত চালকসহ আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
রাজ্যের জনস্বাস্থ্য সচিব ড্যানিয়েল দিয়াজ সাংবাদিকদের বলেন, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক।
তিনি জানান, মারাত্মকভাবে আহতদের মধ্যে গর্ভবতী এক নারী রয়েছে।
দুর্ঘনার কারণ জানতে তদন্ত চলছে।