দেশটির অ্যারিকিপা প্রদেশের ওকোনা শহরের পানামেরিকানা সড়ক থেকে ছিটকে বাসটি একটি গিরিখাতে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে প্রদেশটির স্বাস্থ্যসেবা সংক্রান্ত ইনচার্জ।
স্থানীয় প্রশাসন জানায়, বাসটিতে ৪৫ জনের মতো যাত্রী ছিল। চালকের অদক্ষতার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে প্রশাসন। এটি ছিল চলতি বছরের দ্বিতীয় বড় সড়ক দুর্ঘটনা। এর আগে জানুয়ারি মাসে পাসামায়োতে বাস-ট্রাকের সংঘর্ষে ৪৮ জন মারা যায়।
আরএম/