গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের বালুয়া তালতলা নামক স্থানে বাসের চাপায় তিন যুবক নিহত হবার ঘটনা ঘটেছে। নিহত তিনজন একই মোটরসাইকেলের আরোহী ছিলেন বলে জানা গেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার ঘটা দুর্ঘটনায় গোবিন্দগঞ্জের দরবস্ত ইউনিয়নের কালুগাড়ী গ্রামের মাহবুর হোসেন,ভুট্টু মিয়া ও আব্দুল করিম নিহত হন।
গোবিন্দগঞ্জ থানার ওসি মেহেদী হাসান জানান, রাত সাড়ে ৯ টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া বাজার থেকে মোটরসাইকেল নিয়ে ওই তিন আরোহী তাদের বাড়ি কালুগাড়ির দিকে যাচ্ছিলো। পথিমধ্যে ঢাকা-রংপুর মহাসড়কের বালুয়া তালতলা নামক স্থানে রংপুরের দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনা স্থলেই মোটরসাইকেল আরোহী ওই তিন যুবকের মৃত্যু হয়। বাসটি হাইওয়ে পুলিশ জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। খবর-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান