চট্টগ্রাম নগরীর পুরাতন চান্দগাঁও থানা এলাকায় একটি দ্রুতগামী বাসের চাপায় মো. আজাদ (৩০) নামের ‘পাঠাও’ মোটর সাইকেলের এক চালক নিহত হয়েছেন। আজ সোমবার (১৩ মে) সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আজাদ নগরীর বাকলিয়া থানার কালামিয়া বাজারের আব্দুস ছোবহান রোড এলাকার মো. আবুল কাশেমের ছেলে। এসময় তার সঙ্গে থাকা যাত্রী মো. ইমরান (২৭) আহত হন। তিনি একই এলাকার আব্দুল করিমের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, মূমূর্ষ অবস্থায় দু’জনকে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মো. আজাদকে মৃত ঘোষণা করেন। আহত যাত্রী ইমরানকে ক্যাজুয়ালিটি বিভাগে ভর্তি করা হয়েছে।