গোপালগঞ্জ সদরের ঘোনাপাড়া এলাকায় ট্রাকের সাথে শিক্ষা সফরের বাসের সংঘর্ষে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকার হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। সেই সাথে শিক্ষক ও শিক্ষার্থীসহ ১৩ জন আহত হয়েছেন।মঙ্গলবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাস উল্টে গিয়ে সৈয়দা ফাহিমা বেগমের (৪৮) হাত বিচ্ছিন্ন হয়ে যায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা শিক্ষা সফরের উদ্দেশে সকালে ঢাকা থেকে বাসে করে যাত্রা করেন। তাদের গন্তব্য ছিল টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ। পথে ঘোনাপাড়া এলাকায় ট্রাকের সাথে বাসের সংঘর্ষে ১৪ জন আহত হয়। গুরুতর আহত দুজনকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে। আর বাকিদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এদিকে, আহত শিক্ষিকা সৈয়দা ফাহিমাকে বিকাল ৪টায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। এখানকার চিকিৎসকরা জানিয়েছেন তার বাম হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল বলেন, ‘বিচ্ছিন্ন হওয়া হাতটি সংযোজন করার চেষ্টা চলছে। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান অধ্যাপক আবুল কালামের নেতৃত্বে অস্ত্রোপচার শুরু হয়েছে।’সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান