রাজধানীতে বাস-মিনিবাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, গণপরিবহন সংকট ও যানজট নিরসনসহ সারা দেশে একটি নিরাপদ জনবান্ধব সড়ক পরিবহন ব্যবস্থা প্রতিষ্ঠার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী অধিকার পরিষদ।
এজন্য অবিলম্বে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করে তারা।
আজ বুধবার,৩রা মে জাতীয় প্রেসক্লাবের সামনে এক গণসংবাদ সম্মেলনে এসব দাবিসহ ২৩ দফা সুপারিশ উত্থাপন করে সংগঠনটি।
সুশীল সমাজ ও গণমাধ্যম প্রতিনিধি, বুয়েট ও ঢাবি’র বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে অবিলম্বে বিআরটিএ পুনগর্ঠন, ঢাকার পরিবহন সংকট দূরীকরণে প্রাথমিকভাবে ২৫০০ সিসির ১০ হাজার ট্যাক্সিক্যাব ও ১৫ হাজার সিএনজি-অটোরিক্সা আমদানি,বিআরটিসি’র বাস বেসরকারিখাতে ইজারাপ্রথা বাতিল, ত্রুটিপূর্ণ গাড়ি চলাচল ও চাঁদাবাজি বন্ধ করতে সেনাবাহিনীকে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব প্রদান ও টার্মিনালগুলোতে সেনাসদস্য মোতায়েন, ঢাকাসহ সকল মহানগরীতে শিক্ষার্থীদের জন্য বাসভাড়া ৫০ শতাংশ হ্রাস, বেসরকারি উদ্যোগে গণপরিবহন আমদানি উৎসাহিত করতে সিন্ডিকেট নিয়ন্ত্রণমুক্ত রুট পারমিট সহজিকরণসহ বিভিন্ন পর্যায়ে হয়রানি ও চাঁদাবাজি বন্ধ, ক্ষুদ্র যানবাহনের সংখ্যাধিক্য কমাতে প্রাইভেটকার নিবন্ধনে কড়াকড়ি আরোপ, বছরজুড়ে সারা দেশে বিআরটিএর অভিযান ও ভ্রাম্যমান আদালতের কার্যক্রম পরিচালনা, দুর্ঘটনায় প্রাণহানির জন্য দায়ীদের মৃত্যুদন্ড ও আহতের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি এবং মালিকপক্ষের কাছ থেকে উপযুক্ত ক্ষতিপূরণ আদায়ের আইন প্রণয়ন, রুট পারমিট প্রথা চালু এবং আরামপ্রদ আসন-সংখ্যা ও যৌক্তিক ভাড়া নির্ধারণ, সাংবিধানিক কিংবা সরকারের শীর্ষস্থানীয় পদে অধিষ্ঠিতদের মালিক অথবা শ্রমিক সংগঠনের নেতৃত্বে না থাকার আইন প্রণয়ন, রাজধানীর সকল গুরুত্বপূর্ণ সড়কে অভিভাবকসহ স্কুলশিক্ষার্থীদের জন্য বিআরটিসি’র বাসের ‘শিক্ষাসার্ভিস’ পুনরায় চালু, চালকসহ সকল পর্যায়ের পরিবহনকর্মীদের মালিক কর্তৃক নিয়োগপত্র প্রদান, কর্মঘন্টা নির্ধারণ, উৎসব বোনাস ও ওভারটাইম ভাতা বাধ্যতামূলককরণ, ত্রুটিপূর্ণ গাড়ি চালানোর দায়ে চালকের সঙ্গে মালিককেও আইনের আওতায় আনার বিধান চালু এবং ঢাকামুখী জনস্রোত ঠেকাতে প্রশাসন বিকেন্দ্রীকরণের মাধ্যমে বিভাগীয় শহরগুলোতে পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টিসহ আবাসন সুবিধা, আধুনিক কারিগরী শিক্ষা ও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার সুপারিশ করে বাংলাদেশ যাত্রী অধিকার পরিষদ।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সভাপতি তুসার রেহমান। সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াতের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক আশীষ কুমার দে, বিশিষ্ট পরিবেশবিদ প্রকৌশলী ম. ইনামুল হক, পরিবেশসম্মত বাসযোগ্য ঢাকা বাস্তবায়ন পরিষদের সদস্যসচিব হাজী মোহাম্মদ শহীদ মিয়া, জসি সিকদার, মতিনুজ্জামান মিটুসহ আরো অনেকে।
আজকের বাজার:এলকে/এলকে/৩রা মে,২০১৭