বাহরাইনে বাংলাদেশি নিহত

বাহরাইনে একটি নির্মাণাধীন ভবনে কাজের সময় লিফট থেকে পড়ে  শাহ আলম টনিক (২২) নামে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ জুন) বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে বাহরাইনের হিদ শহরে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর গ্রামে। তিনি সাজ্জাদ হোসেন চান্দার বড় ছেলে।

পরিবার জানায়, বাহরাইনের হিদ শহরের আল গেদির কন্সট্রাকশন কোম্পানিতে বহুতল ভবনে কাজ করার সময় লিফট থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পান শাহ আলম। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

জানা গেছে, তিন বছর আগে বিয়ে করেন শাহ আলম। তার ছয় মাস পর পরিবারে সচ্ছলতা আনার জন্য বাহরাইনে পাড়ি জমান তিনি।

নিহতের ফুফাতো ভাই বোরহান জানান, আমরা বাহরাইনে শাহ আলমের বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেছি। তাঁরা বলেছেন, লাশ পুলিশ হেফাজতে নিয়ে দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। পরিবারেরর পক্ষ থেকে শাহ আলমের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানান তিনি।

আরজেড/