এবার প্রভাসের বাহুবলি-টু’র একটি রেকর্ড ভাঙলেন মহেশ বাবু। গত ২০ এপ্রিল মুক্তি পায় মহেশ বাবু অভিনীত সিনেমা ভারত আনে নেনু। মুক্তির পর থেকেই বক্স অফিসে ভালো সাড়া ফেলে সিনেমাটি। এর মধ্যে এখন পর্যন্ত চেন্নাইয়ে ১.৬৬ কোটি রুপি আয় করে নতুন রেকর্ড গড়েছে মহেশের ভারত ‘আনে নেনু’।
এর আগে রেকর্ডটি ছিল বাহুবলি-টু সিনেমার দখলে। চেন্নাইয়ে ১.৬৫ কোটি রুপি আয় করে প্রভাস অভিনীত সিনেমাটি।
তেলেগু অভিনেতা হলেও কলিউড ইন্ডাস্ট্রিতে মহেশ বাবুর জনপ্রিয়তা রয়েছে, যার ফলে বাহুবলি-টু সিনেমাকে টপকাতে পেরেছে ভারত আনে নেনু।
বক্স অফিসে বিশ্লেষকদের মতে, চেন্নাইয়ে মহেশের সিনেমাটির আয় ১.৭৫ কোটি রুপি ছাড়িয়ে যাবে।
এখন পর্যন্ত ভারত ও ভারতের বাইরে ২০৫ কোটি রুপি আয় করেছে মহেশের ভারত আনে নেনু। এটি এ অভিনেতার প্রথম ২০০ কোটি রুপি আয়ের সিনেমা।
এই সিনেমাটিতে একজন মুখ্যমন্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন মহেশ। এতে আরো অভিনয় করেছেন কিয়ারা আদভানি। সিনেমাটি পরিচালনা করেছেন কোরাতলা শিবা।
আজকের বাজার/ এমএইচ