জেলার বাহুবল উপজেলার মীরপুর গ্রামে এক পুলিশ সদস্যের বাড়িতে মঙ্গলবার রাত আড়াইটায় ডাকাতির চেষ্টাকালে জনতার ধাওয়া খেয়ে আটক হয়েছে ৪ ডাকাত। পরে তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ডাকাতদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার মীরপুর গ্রামের পুলিশ সদস্য আব্দুল হামিদ সিলেটে কর্মরত। গত রাত আড়াইটার দিকে তার বাড়ির সামনে একদল ডাকাত ঘোরাঘুরি করতে থাকে। এসময় ওই গ্রামের সিএনজিÑঅটোরিকশা চালক সাহেব আলী তাদেরকে দেখতে পেয়ে গ্রামবাসীকে খবর দেন। গ্রামবাসী সেখানে এসে ৪ ডাকাতকে হাতে-নাতে আটক করে পুলিশে সোপর্দ করে। ডাকাতদের কাছে তালাভাঙ্গার সরঞ্জামসহ বিভিন্ন উপকরণ পাওয়া যায়।
বাহুবল থানার এসআই জহির মিয়া জানান, আটক ডাকাতদেরকে বাহুবল থানায় নিয়ে আসা হয়েছে।