হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর-শ্রীমঙ্গল (পুরাতন ঢাকা-সিলেট মহাসড়ক) সড়কে যানবাহনে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা কয়েকটি গাড়ি আটক করে যাত্রীদের কাছ থেকে মালামাল লুট করে নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে গুলি ছুড়লে ডাকাতরা পালিয়ে যায়।
রোববার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে কামাইছড়া চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
বাহুবল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুক আলী জানান, মিরপুর-শ্রীমঙ্গল (পুরাতন ঢাকা-সিলেট মহাসড়ক) সড়কে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সারা রাত পুলিশি টহল চলে। প্রতিদিনের ন্যায় রোববার সন্ধ্যা থেকে পুলিশি টহল চলছিল। রাত ১০টার দিকে কামাইছড়া চা বাগান এলাকায় ৭/৮ জনের একটি ডাকাতদল গাড়ি আটকিয়ে মালামাল লুটপাট চালায়। খবর পেয়ে কামাইছড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডাকাতদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এ সময় পুলিশ ডাকাতদের লক্ষ্য করে দুই রাউন্ড ছুড়ে।