হবিগঞ্জের বাহুবলে ট্রাকের চাকায় হাওয়া দিতে গিয়ে জালাল শেখ (৪০) নামে এক ওয়ার্কশপ মালিকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি ঢাকার বিক্রমপুর এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার (২৬ জুলাই) ভোর সাড়ে ৬টায় উপজেলার মিরপুরবাজার তিতারকোনা পেট্রল পাম্প নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
তিনি দীর্ঘদিন ধরে মিরপুরবাজার থেকে মায়ের দোয়া বিক্রমপুর ভলকানাইজিং ওয়ার্কশপ নিয়ে ব্যবসা করে আসছিলেন।
প্রত্যক্ষদর্শী তিতারকোনা গ্রামের আজিদ মিয়া জানান, সকালে ট্রাকের একটি খোলা চাকায় হাওয়া দিচ্ছিলেন জালাল। হঠাৎ চাকা বাস্ট হয়ে জালালকে নিয়ে প্রায় পাঁচ হাত ওপরে উঠে যায়। এ সময় নিচে পড়ে তার মৃত্যু হয়।
আজকের বাজার/আরআইএস