গত তিন মাসে ইসরায়েলি সামরিক বাহিনীতে কর্মগত আটজন সেনার আত্মহত্যার ঘটনা ঘটেছে।
প্রেস টিভি জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনীতে কর্মরত সদস্যদের আত্মহত্যার প্রবণতা বাড়ছে।
খবরে বলা হয়, সেনাদের ক্রমাগত আত্মহত্যার ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে দেশটির সামরিক বাহিনীতে।
গত ১০ অক্টোবর মঙ্গলবার হাৎজর সামরিক ঘাঁটিতে এক নারী সেনা তার মাথায় গুলি করে আত্মহত্যা করেন।
ইসরায়েলের গণমাধ্যম জিরো ফোর জিরো ফোর নিউজ ওয়েবসাইটের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এর আগে ইসরায়েলি সামরিক বাহিনীর জনশক্তি অধিদপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ২০১৬ সালে ইসরায়েলে যত সেনা নিহত হয়েছেন- তার প্রধান কারণ হচ্ছে আত্মহত্যা। গত বছর ১৫ জন সেনা আত্মহত্যা করেন। তারা সবাই পুরুষ সেনা ছিলেন।
তিনি বলেন, ‘গত বছর যেসব সেনা আত্মহত্যা করেছেন তারা সবাই বাধ্যতামূলক সামরিক বাহিনীদের যোগদানের কারণে এসেছিলেন। তবে তারা সামরিক প্রশিক্ষণ নেয়ার সময় নয়, এর পরেই তারা আত্মহত্যা করেন’।
আজকের বাজার : এমএম / ১১ অক্টোবর ২০১৭