বাড়ছে দর:চলছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার ১৭ মে সূচক বাড়ার প্রবণতার মধ্যদিয়ে লেনদেন চলছে। বেলা ১১টা ৩৫ মিনিট পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ২১০ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার। আর সিএসইতে লেনদেন হয়েছে ৯ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৮৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৫টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৪৭ পয়েন্টে।ডিএসইএস বা শরীয়াহ সূচক শুন্য দশমিক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৬১পয়েন্টে। ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক (সিএএসপিআই) ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৮৪৫ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।

আজকের বাজার:এলকে/এলকে/১৭ মে ২০১৭