একবছর আগেও সারাদেশে প্রায় ৩৫ হাজার ব্যবসায় প্রতিষ্ঠান নিয়মিত মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট রিটার্ন দাখিল করতো। অর্থাৎ এসব প্রতিষ্ঠান তাদের বিক্রয়ের হিসাব ও প্রযোজ্য ভ্যাট সরকারের ঘরে জমা দেয়। গত কয়েক বছর ধরে এই সংখ্যা খুব একটা বাড়েনি। তবে গত এক বছরের ব্যবধানে এই সংখ্যা দ্রুত গতিতে বেড়েছে। এখন ভ্যাট রিটার্ন দাখিলকারী বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজারে।
বৃহস্পতিবার ৭ ডিসেম্বর সংবাদ সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান জানান এসব তথ্য জানান। তিনি বলেন, এখন ভ্যাট রিটার্ন দাখিলকারী বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজারে। সেই হিসাবে ভ্যাট রিটার্ন দাখিলকারীর সংখ্যা বেড়েছে প্রায় ৭১ শতাংশ। আগামী রোববার জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালন উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন এনবিআর চেয়ারম্যান।
উৎপাদন ও বিক্রয় পর্যায়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধন নেওয়া বাধ্যতামূলক। দেশে এ পর্যন্ত সাড়ে আট লাখ ব্যবসা প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধন নিলেও এর বেশিরভাগই অকার্যকর। তবে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন নিয়ে আলোচনায় অনেক ব্যবসায়ী এখন ভ্যাট রিটার্ন দেওয়ার বিষয়ে সচেতন হয়েছেন বলে জানা গেছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে রাজস্ব আহরণ বেড়েছে গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ৬৮ শতাংশ। গত বছরের একই সময়ের প্রবৃদ্ধির চেয়ে এই প্রবৃদ্ধি কিছুটা বেশি। রাজস্ব আদায়ের প্রবৃদ্ধিতে তুলনামূলক এগিয়ে রয়েছে শুল্ক। আলোচ্য সময়ে শুল্ক ‘আহরণ’ বেড়েছে প্রায় ২১ শতাংশ। চলতি অর্থবছর রাজস্ব আদায়ের লক্ষ্য ঠিক করা হয়েছে ২ লাখ ৮৭ হাজার ৯৯১ কোটি টাকা। এর মধ্যে এনবিআরকে আহরণ করতে হবে ২ লাখ ৪৮ হাজার ১৯০ কোটি টাকা।
ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ আয়োজনের লক্ষ্যে এনবিআরের প্রস্তুতির পাশাপাশি ভ্যাট আহরণ বাড়াতে সরকারের নানামুখী উদ্যোগও তুলে ধরেন এনবিআর চেয়ারম্যান। এবারের ভ্যাট দিবসে নিয়মিত ভ্যাটদাতা ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ‘ভ্যাট অনার কার্ড’ দেওয়ার মত উদ্ভাবনী একটি উদ্যোগ নিয়েছে এনবিআর। প্রায় ৩৭ হাজার ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ভ্যাট সম্মাননা কার্ড দেওয়া হবে বলে জানা গেছে। দেশব্যাপী ১৪০ প্রতিষ্ঠান পাচ্ছে শীর্ষ ভ্যাটদাতার সম্মাননা। ইতোমধ্যে এসব প্রতিষ্ঠানের তালিকা চূড়ান্ত করা হয়েছে। সরকারিভাবে এসব প্রতিষ্ঠানের নামের তালিকাও প্রকাশ করা হয়েছে। এছাড়া দেশব্যাপী শীর্ষ ভ্যাটপ্রদানকারী ৯টি ব্যবসা প্রতিষ্ঠানও সম্মাননা পাচ্ছে।
আজকের বাজার : এসএস / এলকে ৭ ডিসেম্বর ২০১৭