মার্কিন ডলারের দাম বাড়ছে। ছয়টি বড় মুদ্রামানের তুলনায় মার্কিন ডলারের সূচক শূন্য দশমিক ৪০ শতাংশ থেকে বেড়ে ৯৪ দশমিক ১৫২-তে পৌঁছায়।
শুক্রবার (২৫ মে) মার্কিন ডলারের দাম হঠাৎ এমন চাঙা হয়ে ওঠে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ জানায়, ডলারের এই উল্লম্ফন বাজারের প্রত্যাশার বাইরে।
বিমান বাদে প্রতিরক্ষার সঙ্গে সম্পর্কিত নয়—এমন মূলধনী পণ্যের সরবরাহ আদেশ ১ শতাংশ বেড়ে যাওয়ায় এমনটা হতে পারে বলে মনে করছে তারা।
রয়টার্স জানায়, অন্য জিনিসের দাম যেখানে পড়ে যাচ্ছে, সেখানে ডলারের মূল্যমান বাড়ছে। যেমন সৌদি আরবে তেলের দাম পড়ে গেছে। গত দুই সপ্তাহের বেশি সময়ে কানাডীয় ডলারের মূল্যমান মার্কিন ডলারের তুলনায় শূন্য দশমিক ৭৪ শতাংশ কমেছে। নিউইয়র্কে ইউরো ১ দশমিক ১৭২৭ ডলারের তুলনায় কমে ১ দশমিক ১৬৬৬-এ এসেছে।
আজকের বাজার/একেএ